সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের নিউমার্কেট পৌর কনভেনশন হলরুমে এই
শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি, মো. মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ সাহা, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, ভিপি শামীম খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, রাশেদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, আবু সাইদ সুইট, সাংগঠনিক সম্পাদক, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম।
এসময় সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।