তাড়াশ প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর তাড়াশে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে তাড়াশ উপজেলা বিএনপির পার্টি অফিস চত্বর থেকে তাড়াশ উপজেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার, ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে মুক্তমঞ্চে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহিদ ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শাহাদাৎ খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফছার আলী,সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ টুটুল ইসলাম, সাংগঠনিক মোঃ ছাইদুর মন্ডল,তাড়াশ উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহ আলম,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাজিব আহম্মেদ মাসুম, যুগ্ম আহবায়ক মোঃ শুকুর মির্জা, যুগ্ম আহবায়ক মোঃ তারেক রহমান, তাড়াশ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাৎ মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে তাড়াশ উপজেলা বিএনপির পার্টি অফিস চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।
তাড়াশ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহিদ ফকির ও সদস্য সচিব মোঃ শাহাদাৎ খন্দকার বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। এ জন্য ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে—এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।