মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
নালিতাবাড়ী-ঢাকা সড়কের পাশে মালিঝি নদী সংলগ্ন পুকুর থেকে শফিকুল ইসলাম ( ৬৩ ) এক ভিক্ষুদের মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কাপাশিয়া পালপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত শফিকুল ইসলাম একই উপজেলার বাদলাকুড়া গ্রামের বাসিন্দা। একদিন আগে ভিক্ষার জন্য বেড়িয়ে তিনি আর বাড়ি ফেরেননি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শফিকুল। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকার এক পুকুরে অজ্ঞাত মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ওই মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ভিক্ষুক শফিকুল ইসলামের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে সনাক্ত করে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা নিশ্চিত করে প্রতিনিধি কে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।