“হ্যাঁ!আমরা যক্ষা নির্মূল করতে পারি”এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব যক্ষা দিবস ২০২৪ পালিত হয়েছে।২৪ মার্চ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাক্তার মোমেনা পারভীন পারুলের নেতৃত্বে হাসপাতাল চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল গেট ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারবৃন্দ,স্বাস্থ্য পরিদর্শক, স্যানেটারি ইন্সপেক্টর, নার্স,মিড ওয়াইফ নার্স, কমিউনিটি ক্লিনিকের সিএসসিপিগণ।পরে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার জাকারিয়া খান আরিফ, মেডিক্যাল অফিসার ডাক্তার কামরুল হাসান, সুলতানা রাবেয়া, সেনেটারী ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি।বক্তারা এ সময় যক্ষ্মা রোগের চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করার কথা উল্লেখ করেন।উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল বলেন, “যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগটি নির্মূলে দিবসটি পালিত হয়ে আসছে।আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুস্থতার বিকল্প নেই। নিজের পরিবারের স্বাস্থ্য সচেতন হোন। সামাজিক দায়িত্ব ও কর্তব্যে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার, নার্স এবং বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি,হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।