বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

সিংড়ায় তাপদাহে শ্রমিকদের পাশে পরিবেশ কর্মীরা খাদ্যসামগ্রী ও পানীয়-জল বিতরণ অব্যাহত

নাটোর প্রতিনিধি: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

তীব্র তাপদাহে যেখানে সাধারণ মানুষের যখন ঘরে বসবাস কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখা দিয়েছে পানীয়-জলের সংকট। মানুষ এবং প্রাণীকূলের জীবন-যাপন হাঁস ফাঁস অবস্থা। প্রখর তাপদাহে জর্জরিত হয়ে ধান কাটছেন দেশী-বিদেশী শ্রমিকরা। কোথায় যেন একটু  বিশ্রামের ছাউনি নেই। অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছেন। এমতাবস্থায় খাদ্যসামগ্রী, ঔষধ ও পানীয়-জল নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এক সপ্তাহ জুড়ে সিংড়ার চলনবিলের বিভিন্ন মাঠে গিয়ে ধান কাটা  শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন লাচ্ছি, বোতলজাত পানি, খাবার স্যালাইন, বিস্কুট ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী। ইতিমধ্যে সাত শতাধিক
শ্রমিকের মাঝে এই কর্মসূচি পালন করেছেন। তাদের আহবানে সাড়া দিয়ে স্যালাইন- পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন সামাজিক সংগঠন।।

মঙ্গলবার বিলতাজপুর, সাতপুকুরিয়া ও মাগুড়া মাঠের তিন শতাধিক শ্রমিকদের হাতে এই পানীয়-জল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী জাকারিয়া মিঠু, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, আবু বকর সিদ্দিক, রিপন হোসেন,  ইকবাল হোসেন প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মূলত তারা চলনবিলের পাখি, বন্যপ্রাণী, উন্মুক্ত জলাশয় ও  জীববৈচিত্র্য রক্ষায় কাজ করেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে সহযোগিতা করে থাকেন। তাদের বেশ সাফল্যও রয়েছে। এবার বৈশাখের তাপদাহে জর্জরিত কৃষি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। নিজেরাই টাকা তুলে সাধ্যমত খাদ্যসামগ্রী ও পানীয়-জল শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন। ধান কেটে দিতে উৎসাহিত করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা বিলে পাখি বাঁচাতে কাজ করেন। এবার তারা কৃষি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি একটি মহৎ  উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর