রাত পোহালেই সিরাজগঞ্জের কাজিপুর, সদর ও বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে তিনটি উপজেলায় ১১জন চেয়ারম্যান প্রার্থী, ১০জন ভাইস চেয়ারম্যান ও ১০জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন। এই প্রথম তিনটি উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। সকাল থেকে নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। তিনটি উপজেলায় ৩৯০ টি ভোট কেন্দ্রে ৯ লাখ ৭৮ হাজার ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা রিটার্নিং অফিসার বলছেন, নির্বাচন সুষ্ঠ করতে র্যাব-পুলিশ, বিজিবি ও আনসারসহ প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিষ্টেট নিয়োগসহ সব ধরনের নিরাপত্তা দেয়া হবে।