স্বাধীনতা শহিদ স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরের ঐতিহ্যবাহী মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশত মেধাবী ছাত্রীকে বৃত্তি দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৬ষ্ট থেকে দশম শ্রেনী পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী ২৫ জন ছাত্রীকে বাছাই করে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে মোট অর্ধলক্ষ টাকা দেয়া হয়।
মেধা বৃত্তি বিতরণ উপলক্ষ্যে শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মুহাঃ আব্দুল আউয়ালের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক নিরোদ বরন সরকার, আব্দুল জলিল তালুকদার, আনোয়ার হোসেন প্রমুখ ও এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা বক্তব্য রাখেন।