‘নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১ টায় দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ্ আল কায়েসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন রাজেশ ও মিলন হক রন্জু।
আলোচনা সভা শেষে ডায়াবেটিক ও পেশার পরীক্ষ কর্মসূচি পালন করা হয়। পরে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিতে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সর্বস্থরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।