শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সৎ মানবাধিকার সংবাদকর্মী বগুড়ার জেলার লতিফুর রহমান আর নেই, বিভিন্ন মানবাধিকার নেতাদের শোক। তাহিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু পরিবারের বোরো জমি দখল তাহিরপুর বাদাঘাটে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের গ্রাহক সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার

বিতর্কিত শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

আওয়ামীলীগ আমলে ক্ষমতার দাপটে অবৈধভাবে নিয়োগ করা সহকারি প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় ক্ষুব্ধ হয়ে উঠছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও অভিভাবকেরা। কে এম ইউনুছ রবিন নামে ওই শিক্ষকের পদায়নের বাতিলের দাবীতে প্রতিদিনই বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে ৫ দিন ধরে বিদ্যালয়ে আসতে পারেননি সদ্য পদায়ন হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

ইউনুছ রবিন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রিপেনের চাচাতো ভাই। আওয়ামীলীগ আমলে প্রভাব খাটিয়ে বিদ্যালয়টির সভাপতি হয়েছিলেন রিপন চেয়ারম্যান। ক্ষমতার দাপটে আদালতের আদেশ উপেক্ষা করে চাচাতো ভাইকে সহকারি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দূর্নীতির অভিযোগ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর প্রধান শিক্ষক মনিরুজ্জামান পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ১১ ঘণ্টা যেতে না যেতেই শিক্ষক-অভিভাবকদের মতামত না নিয়ে ২৬ সেপ্টেম্বর সহকারি প্রধান শিক্ষক কে এম ইউনুছ রবিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি নাহিদ হাসান খান। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র, শিক্ষক ও অভিভাবক। রোববার (২৯ সেপ্টেম্বর) স্কুল খোলার সাথে সাথে ছাত্র-ছাত্ররা প্রধান ফটকের সামনে দাড়িয়ে বিক্ষোভ মিছিল করে। ছাত্রদের বিক্ষোভের মুখে গত চারদিনে বিদ্যালয়ে প্রবেশ করতে পারেন নি ইউনুছ রবিন।

নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সিয়াম ও মো. নূর শ্রেণী, ৮ম শ্রেণীর সাথী ও প্রান্ত ৮ম শ্রেণী এবং ৭ম শ্রেণীর মাহিম ও আব্দুল্লাহসহ একবাধিক শিক্ষার্থী জানায়, আমরা ওই নিয়োগ বাতিলের দাবী জানাই। কারণ ইউনুছ রবিন স্যার সদ্য পদত্যাগী প্রধান শিক্ষকের দুর্নীতির সহযোগী। তাকে আমরা প্রধান শিক্ষক হিসেবে চাই না।

কথা হয়, রমজান আলী তালুকদার, নাসির উদ্দিন, আফাজ উদ্দিন ও আবুল বাশারসহ বেশ কয়েকজন অভিভাকের সাথে। তারা বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষমতার দাপটে টাকার বিনিময়ে ইউনুছ রবিনকে অবৈধভাবে সহকারি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগ নিয়ে এলাকায় সমালোচনা থাকলেও ইউএনও মদোহয় সেই শিক্ষকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন। এটা আমরা কেউ মেনে নিতে পারছি না।

কথা হয় সহকারি শিক্ষক মো. জহুরুল হক, মো. শামীম হোসেন, মো. আব্দুল হাদী তালুকদার, শহিদুল ইসলাম ও মো. মাসুদ রানাসহ বেশ কয়েক শিক্ষক কর্মচারির সাথে। তারা বলেন, আমরা ২৬ সেপ্টেম্বর শিক্ষক-কর্মচারি সভা ও রেজুলেশন করে ইউনুছ রবিনের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছি। ২৩ জন শিক্ষক-কর্মচারির মধ্যে ২১ জনই এতে স্বাক্ষর করেছে। আমাদের দাবী তাকে বাদ দিয়ে সিনিয়র যে কোন শিক্ষককে কাউকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হোক। তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করলেও এখন পর্যন্ত তিনি বিদ্যালয়ে পা রাখতে পারেননি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন নির্বাচন ছাড়াই অবৈধভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হন। ওই কমিটি নিয়ে রাজশাহী শিক্ষাবোর্ডে নাজমুল ইসলাম স্বপন নামে এক অভিভাবক অভিযোগ করেন। পরবর্তীতে প্রভাব খাটিয়ে বাদীকে দিয়ে জোরপূর্বক অভিযোগ প্রত্যাহার করিয়ে নেয় রিপন। ২০২২ সালের ১৭ এপ্রিল আব্দুল মান্নান নামে এক অভিভাবক বাদী হয়ে কমিটিকে অবৈধ দাবী করে আদালতে মামলা করেন। মামলা চলা অবস্থায় অবৈধ কমিটি সহকারি প্রধান শিক্ষকসহ কয়েকটি পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে। বাদী আব্দুল মান্নান অবৈধ কমিটির অধিনে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন করলে আদালত ৫মে নিয়োগের উপর স্থিতাদেশ দেন। আদালতের আদেশ উপেক্ষা করেই ১ জুলাই নিয়োগ পরীক্ষা, ২ জুলাই নিয়োগ ও ৩ জুলাই ইউনুছ রবিনকে তড়িঘড়ি করে চাকরীতে যোগদান করানো হয়।

অভিযোগ রয়েছে সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় সিনিয়র শিক্ষক আব্দুল হাদীর সাক্ষাতকার নেওয়া হয়নি। ওই নিয়োগে অর্ধকোটি টাকার বানিজ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বাদী আব্দুল মান্নানের আবেদনের প্রেক্ষিতে ৫ জুলাই ওই নিয়োগে আদালতের পূর্বের স্থিতাবস্থা বহাল রাখেন। এভাবেই আদালতকে উপেক্ষা করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

এসব বিষয়ে কে এম ইউনুছ রবিন বলেন, সরকারি বিধি অনুযায়ী ইউএনও সাহেব ডেকে নিয়ে আমাকে দায়িত্ব অর্পণ করেছে। দায়িত্ব পেয়ে স্কুলে গেলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি ইউএনও মহোদয়ের পরামর্শে আইনগত দিকে চলাফেরা করছি। এখনো আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওই বিদ্যালয়ের সভাপতি মো. নাহিদ হাসান খান বলেন, নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক না থাকলে সহকারি প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাল করবে। আমি না দিলেও নীতিমালা অনুযায়ী অটোমেটিক উনি দায়িত্ব পাবেন। ওনার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে দেখবো। এখন পরপর দুজনকে বরখাস্ত করা যাচ্ছে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, আইনগতভাবে প্রধান শিক্ষক না থাকলে সহকারি প্রধান শিক্ষককে স্বাভাবিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। সেটা কিন্তু নিয়োগ নয়। বিদ্যালয়ের রুটিন ওয়ার্কগুলো যেন চালানো যায়। অনাস্থা বিষয়টা জনপ্রতিনিধির জন্য প্রযোজ্য। চাকরীজীবিকে বাদ দিতে আইনগত কিছু প্রসেস আছে। প্রসেস মেইটেইন করেই তাকে বাদ দিতে হবে। তিনি বলেন, বিষয়টি আমি দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর