মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার হোসেনাবাদ এলাকায় তিনজন এবং ফারাকপুর গ্রামে একজন নারী রয়েছেন। এই বজ্রপাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে বজ্রসহ বৃষ্টির সময় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার একটি তামাকের ক্ষেতে ১৩ জন কৃষক কাজ করছিলেন। এ সময় বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। একপর্যায়ে বজ্রপাত ঘটলে এতে ওই তামাক ক্ষেতে কর্মরত শ্রমিকদের মধ্যে ১০ জন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার হোসেনাবাদ এলাকার মৃত হাউস জোয়ার্দ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), একই এলাকার মৃত মইন উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৮) ও মোজাম মালিথার ছেলে তরিকুল ইসলাম (২০।

এই বজ্রপাতে আহতদের মধ্যে সুমন (৩৫), সুবলসহ (২০) চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে প্রায় একই সময় উপজেলার ফারাকপুর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী জহুরা খাতুন (৪০) বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মারা যান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহদুল হাসান তুহিন জানান, বজ্রপাতের ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসার আগেই এক নারীসহ চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর