নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ডিসেম্বর নাচোল জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে, নাচোল- গোমস্তাপুর ও ভোলাহাট, তিন উপজেলার সাংবাদিক নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে, এবং নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু চিকিৎসার ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট আতিক মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি, আসাদুল্লাহ আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সাধারণ সম্পাদক শাকিল রেজা, দপ্তর সম্পাদক ইব্রাহিম বাবু, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, কার্যনির্বাহী সদস্য সারোয়ার জাহান সুমন ও মনিরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য তসিকুল ইসলাম, আবুল হোসেন, এম এ বারি, আতাউর রহমান, আরিফুল ইসলাম, অভিজিৎ শীল প্রমুখ।
উল্লেখ্য যে, দিনব্যাপী চক্ষু ক্যাম্প ও রক্ত নির্ণয় ক্যাম্পে প্রায় চারশত রোগীর পরিক্ষা নিরিক্ষা করা হয়।