রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মনোহরগঞ্জে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক শেরপুরে অটোরিকশা চালক বাবার শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচতে চায়, তার হার্টে ছিদ্র-বাল্বেও সমস্যা  জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার । আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে শাহপরান থানা ওসির সাথে উন্মুক্ত আলোচনা সভা। সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাদি হত্যার প্রতিবাদে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল তাহিরপুরে আ,লীগের ডেভিলরা প্রকাশ্যে চলাচল ক্ষোভ বিএনপি নেতার ষ্ট্যাটাস সৎ মানবাধিকার সংবাদকর্মী বগুড়ার জেলার লতিফুর রহমান আর নেই, বিভিন্ন মানবাধিকার নেতাদের শোক। তাহিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু পরিবারের বোরো জমি দখল

যুক্তরাজ্য আগমনে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট ব্যাংকার আখলাকুল মৌলা বাহার

রিপোর্টারের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

শহিদুল ইসলাম, প্রতিবেদক।

বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোঃ আখলাকুল মৌলা বাহারকে ২৪ জুন ২০২৫ লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দুটি সংগঠন রেংঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।

ব্যাংকিং ও শিক্ষা খাতে তাঁর অসামান্য অবদান এবং কমিউনিটি উন্নয়নে তাঁর নিরলস পরিশ্রমকে সম্মান জানিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মোঃ আখলাকুল মৌলা বর্তমানে সিলেট আম্বরখানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শাখা’র ম্যানেজার ও হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এবং ইউনিভার্সেল আইডিয়াল কলেজের দাতা সদস্য ও ম্যানেজমেন্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ও বিলেতের সু-পরিচিত ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ (লাল মিয়া)। পরিচালনা করেন নিজামুল ইসলাম, পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রাহমান।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, যুক্তরাজ্য ব্রেন্ট কাউন্সিলের সাবেক মাননীয় মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ। লন্ডন টাওয়ার হেমলেটস এর সাবেক কাউন্সিলর ও স্পিকার আহবাব হোসেন। কাউন্সিলার রেবেকা সুলতানা, হাফিজ মৌলানা জিলু খান, রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মুহিদ। মোহাম্মদ নাসির উদ্দিন, মৌলানা মিজানুল হক, নজরুল ইসলাম, রমজান আলী, আব্দুল সহিদ, শাহান চৌধুরী, আতিকুর রহমান, মনসুরুল হক, আখলাকুর রাহমান লুকু, রুবেল আহমেদ, খালেদ আহমেদ, আশরাফ আলী ছানা, শাহাব উদ্দিন প্রমুখ।

বক্তারা মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর কর্মজীবন, সততা, দায়িত্বশীলতা এবং জনসেবায় তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসে থাকা বাংলাদেশিদের সঙ্গে তাঁর আন্তরিক যোগাযোগ এবং এলাকার উন্নয়নে ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের জননেতা ও সমাজসেবকদের এক হৃদ্যতা ও মেলবন্ধন সৃষ্টি হয়। বক্তারা আশা প্রকাশ করেন, মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর মত ব্যক্তিত্ব সমাজের উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সভাপতির সমাপনী বক্তব্যের পর আনন্দ ঘন পরিবেশে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর