বরগুনা জেলা, আমতলী উপজেলার আমতলী চৌরাস্তায় হোটেল ডিলাক্সে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ঐ হোটেলের ম্যানেজারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০২ আগস্ট ) দিবাগত রাত ৯:০০ ঘটিকার সময় আমতলী চৌরাস্তা হোটেল ডিলাক্স অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপ করায় ম্যানেজারসহ ৩ জন কে নাটক করেন , তাদের মধ্যে একজন নারী,দুইজন পুরুষ।(১)ফজলুর রহমান (২)সাকিব (৩)জাকিয়া বেগম।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,, চৌরাস্তা আবাসিক ডিলাক্সে হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এভাবেই এসব অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।