“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচির ধারাবাহিক অংশ হিসাবে আজ ১৭ই সেপ্টেম্বর, রোজ বুধবার, বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সেই সময় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের প্রশাসনিক বিভাগ থেকে উপস্থিত ছিলেন ডাঃ রাশেদুল ইসলাম রনি (আর.এম.ও), ডাঃ সাইফুর রহমান শাহিন (আর.এম.ও), প্যাথলজি বিভাগের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম সহ মোঃ জাহেদুল ইসলাম, মোঃ সুলতান মাহমুদ, মোঃ হাসান তারেক তরু প্রমুখ।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার (মানিক), মোঃ আরমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), সিনিয়র যুগ্ম সম্পাদক ডাক্তার এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন (ছাবদুল), দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার প্রমুখ।।
ঔষধি বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন “মোকারম ফাউন্ডেশন” বগুড়া।।