
বরগুনা জেলার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের বরাদ্দকৃত সরকারি ভিজিডি (দুস্থ মহিলা উন্নয়ন) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃআবুসালেহকে চেয়ারম্যান পদ থেকে অপসারন ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার হতদরিদ্ররা।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় ২৮ নং মধ্যগুদিগাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী – পুরুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রকৃত অসহায় ও দরিদ্ররা দীর্ঘদিন ধরে ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হলেও অর্থ ও প্রভাব খাটিয়ে পছন্দের লোকজন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
বক্তারা বলেন, ‘আমরা দিন এনে দিন খাই, অথচ সরকারি চাল ও ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হচ্ছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃআবুছালে ভিজিডি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে হতদরিদ্র মানুষের সাথে প্রতারণা করেছেন।’ অস্বচ্ছল এবং হতদরিদ্রদের বাছাই করে কার্ড বিতরণ করার কথা থাকলেও প্যানেল চেয়ারম্যান মোঃআবুছালে অর্থের বিনিময়ে স্বচ্ছল ও সম্পদশালীদের নামের তালিকা করেছেন। যারা টাকা দিতে পারেনি তাদের কার্ড হয়নি বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান।এ সময় ভারপ্রাপ্ত (প্যানেল চেয়ারম্যান) মোঃআবুছালে সহ তালিকা তৈরির অনিয়মের সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হতদরিদ্র এবং অসহায়ের নতুন তালিকা করার দাবী করা হয়।