মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

শেরপুর -৩ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবি করেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান 

মিজানুর রহমান,শেরপুর জেলা  প্রতিনিধি: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান,শেরপুর জেলা  প্রতিনিধি:

শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবি করেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর -৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবি করেন  বিএনপির একাংশের নেতাকর্মীরা। 

 

এতে শেরপুর-৩  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান। 

তিনি আরও বলেন,

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম-এর আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। যেহেতু দলটির প্রতিষ্ঠাতা একজন সেনাবাহিনীর গর্বিত সদস্য সেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩ জন নমিনেশন প্রাপ্তদের বাইরে আরও সুযোগ প্রদানের জন্য উদাত্ত আহ্বান। 

মুক্তিযুদ্ধে আবালবৃদ্ধবনিতা অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে বাংলাদেশ সেনাবাহিনী মূখ্য ভূমিকা পালন করেছেন। বিডিআর কার্নেজে ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন ও ৫ই আগস্ট বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী বাংলাদেশ সেনাবাহিনী। 

বাংলাদেশ সেনাবাহিনী তখনই মূল্যায়ীত  হবে যখন অবসরপ্রাপ্তরা জাতীয় পর্যায়ে ভালো ভূমিকা রাখতে পারবে। 

 

৩রা নভেম্বর ২০২৫ সালে ২৩৭ আসনে ধানের শীষের মনোনয়নের প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। যাঁদেরকে চূড়ান্ত করা হয়েছে তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমি যে বিষয়টি নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি আমার এলাকা শ্রীবরদী-ঝিনাইগাতীতে জনগণের সান্নিধ্যে গিয়েছি বিশেষ করে শ্রীবরদীর প্রিয় ভাই বোনেরা সাড়া দিয়েছিলেন যে কথা বলেছেন তার মধ্যে একটি কথা ছিলো আমি যে উপজেলায় বাস করি ঝিনাইগাতী উপজেলা স্বাধীনতার পর এমপি নমিনেশন কিংবা এমপির স্বাদ পায়নি।

 তো উনারা বলেছেন যে একটিবারের জন্য এই উপজেলা বাসীকে সুযোগ দেওয়া উচিত, যা আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে। এখন প্রার্থী ঘোষণা হয়ে গেছে। ঝিনাইগাতী বাসী দেড় লাখ ভোটার উনারও আশাবাদী ঝিনাইগাতী থেকে একবার হলেও ঝিনাইগাতী থেকে বড় দল থেকে নমিনেশন পাক এবং এমপি নির্বাচিত হোক।

 

আমি মনে করি দল যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে আমার ব্যক্তিগত তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ করবো যাতে করে এই ঝিনাইগাতী বাসীর আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলার জন্য সাহায্য করবেন। অবহেলা ও  বঞ্চিত থেকে বের হয়ে আসার জন্য উনি নমিনেশনের যে সিদ্ধান্তটা পুনঃবিবেচনা করবেন।

শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে ধানের শীষের মনোনয়নের সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নিকট পুনঃবিবেচনার জন্য বিনীত অনুরোধ করছি। স্বাধীনতার পর ৫৪ বছরের অবহেলিত ঝিনাইগাতী বাসীকে বঞ্চনা, অবহেলা ও অপমানের হাত থেকে বাঁচান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর