মোহাম্মদ ওমর ফারুক
চন্দনাইশ প্রতিনিধি
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ) চট্টগ্রাম উত্তরজেলা কমিটির নতুন আহবায়ক কমিটিতে রাঙ্গুনিয়ার নেজাম উদ্দীন যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনের সম্প্রসারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে তাঁকে এই পদে মনোনীত করা হয়।
গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় আহবায়ক আলী হাসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ স্বাক্ষরিত ১৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে জামাল উদ্দীন ভুইয়াকে আহবায়ক ও সাকিব হাসানকে সদস্য সচিব করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করায় নেজাম উদ্দীনকে গুরুত্বপূর্ণ এই পদে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
কমিটি ঘোষণার পর নেজাম উদ্দীন বলেন, “বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের লক্ষ্য সামনে রেখে আপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে এই অঙ্গীকার বাস্তবায়নে আমি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
তিনি আরও জানান, উত্তরজেলায় সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করতে মাঠপর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।
এছাড়া নতুন কমিটির অন্যান্য নেতারাও জানান, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ নেতৃত্ব ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সামনের দিনগুলোতে আপ বাংলাদেশ আরও শক্তিশালী ভূমিকা রাখবে।