সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার

স্টাফ রিপোর্টার: / ৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের শাসন নিশ্চিত করার এক ঐতিহাসিক অধ্যায়। এই নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

দীর্ঘদিন ধরে দেশের জনগণ স্বাধীনভাবে ভোট প্রদানের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা থেকে বঞ্চিত—এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত। এসব অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠে সক্রিয় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সহনশীলতা, সংযম ও দায়িত্বশীল আচরণকে সময়ের সবচেয়ে বড় দাবি হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক ও অপরিহার্য অংশ হলেও তা যেন কখনো সহিংসতা, বিভাজন বা অস্থিরতার কারণ না হয়—সে বিষয়ে সকল পক্ষকে সতর্ক থাকতে হবে।

আরমান হোসেন ডলার আরও বলেন, নির্বাচন মানে শুধু ক্ষমতার পরিবর্তন নয়; নির্বাচন মানে জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা। তাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসন, নির্বাচন কমিশন এবং সর্বোপরি জনগণের সম্মিলিত দায়িত্ব রয়েছে।

বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে—রাষ্ট্র কারো একার নয়, দেশ সবার। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা সবার এক হওয়া জরুরি। দলটি বিশ্বাস করে, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে; সরকার গঠিত হতে হবে জনগণের ভোটে; এবং রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করতে হবে জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ।

দলীয় নেতারা দাবি করেন, দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বিএনপি সবসময়ই গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় আপোষহীন ভূমিকা রেখে চলেছে।

রাজনৈতিক সচেতন মহলের মতে, এখন সময় এসেছে ভয় নয়—অধিকার চাইবার; নীরবতা নয়—গণতান্ত্রিক প্রতিবাদ গড়ার। নির্বাচন হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন, কোনো প্রহসন নয়। একটি ভোটাধিকারভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

তিনি আরও বলেন, ঘৃণার পরিবর্তে যুক্তি, সহিংসতার পরিবর্তে শান্তি এবং বিদ্বেষের পরিবর্তে ভ্রাতৃত্ববোধই পারে একটি সুন্দর, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের।

লেখক:
চিকিৎসা প্রযুক্তিবিদ,
মোঃ আরমান হোসেন ডলার
বিশিষ্ট সাংবাদিক, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী, কলামিস্ট।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর