সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

রিপোর্টারের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট টিটিসি’র ওয়েল্ডিং ট্রেডের ইনচার্জ হিসেবে মোঃ গিয়াস উদ্দিন কবির সাগর দীর্ঘ দশ বছরেরও অধিক সময় ধরে অত্র প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সাবেক অধ্যক্ষ প্রকৌশলী দেলোয়ার উদ্দিন আহমেদ এর সময়ে জনাব মোঃ গিয়াস উদ্দিন কবির সাগর ছিলেন লালমনিরহাট টিটিসি’র দূর্নীতি ও অনিয়মের কান্ডারী। সাবেক অধ্যক্ষ অসুস্থতার অজুহাতে ঢাকায় নিজ বাসায় সপরিবারে বসবাস করে ৯মার্চ ২০২৪ খ্রীঃ হতে ৮ই এপ্রিল ২০২৫ খ্রীঃ পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ফলশ্রুতিতে লালমনিরহাট টিটিসি’র

প্রশিক্ষণ ব্যবস্থা অকেজো হয়ে পরেছিল। সাবেক অধ্যক্ষ নামকাওয়াস্তে দায়সারাভাবে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার প্রতিষ্ঠানে অনুপস্থিতি, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী ভর্তি বানিজ্য, অর্থের বিনিময়ে সার্টিফিকেট প্রদান করা সহ নানা ধরনের অনিয়ম ও দূর্নীতির আখড়ায় পরিনত হয়ে ছিলো লালমনিরহাট টিটিসি।।
ওয়েল্ডিং ট্রেডের ইনচার্জ জনাব মোঃ গিয়াস উদ্দিন কবির সাগর এবং কতিপয় অসাধু প্রশিক্ষকদের সাথে বহিরাগত দালাল চক্রের যোগসাজশে এধরনের অনিয়ম ও দূর্নীতি পরিচালিত হয়ে আসছিলো।
লালমনিরহাট টিটিসি’র নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষক ও স্টাফ দের মাধ্যমে জানা যায়,, “” ওয়েল্ডিং ট্রেডের ইনচার্জ জনাব মোঃ গিয়াস উদ্দিন কবির সাগর নিজেকে স্বঘোষিত আয়ন ব্যায়ন কর্মকর্তা আবার কখনো সখনো নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিজের পরিচয় দিতেন”। ওয়েল্ডিং ট্রেডের ইনচার্জ পদে দায়িত্ব শীল অবস্থায় তিনি প্রশিক্ষণের জন্য সরকারি অর্থে প্রায় ১ কোটি টাকার CNC মেশিন ক্রয় করেছেন যা আজ পর্যন্ত ওপেন করতে পারেননি। কোটি টাকার মেশিন টি দীর্ঘ দশ বছর থেকে অকেজো হয়ে রয়েছে। ওয়েল্ডিং ট্রেডের নিয়মিত শাখায় ভর্তি প্রশিক্ষনার্থী দের নিয়মিত ভাবে হাজিরা গ্রহণ না করেই ইচ্ছেকৃত ভাবে হাজিরা খাতায় তিনি স্বাক্ষর গ্রহণ করতেন, তিনি স্বেচ্ছাচারীতায় অফিসে কাজ করলেও সাবেক অধ্যক্ষ প্রকৌশলী জনাব মোঃ দেলোয়ার উদ্দিন আহমেদ এর কাছের মানুষ হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি বলে জানা যায় “।
বর্তমান অধ্যক্ষ প্রকৌশলী জনাব মোঃ আইনুল হক ১৪ই এপ্রিল ২০২৫ খ্রীঃ লালমনিরহাট টিটিসি তে যোগদান করার পর প্রশিক্ষণের অচলায়তন, অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন। সকল প্রশিক্ষক, স্টাফ ও প্রশিক্ষনার্থী দের সাথে ঘনঘন সেমিনারে আলোচনা করে সবাই কে ভবিষ্যতের জন্য দায়িত্ব পালনে জবাবদিহিতার মাধ্যমে কাজ করার তাগিদ দিয়ে আসছেন। গত ১৫/১১/২০২৫ খ্রীঃ ওয়েল্ডিং ট্রেডের নিয়মিত ১৬ তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় ২৪ জনের মধ্যে
মাত্র ২ জন পাশ করে। নিয়মিত ব্যাচের ২২ জন প্রশিক্ষনার্থী ফেইল করার জন্য ওয়েল্ডিং ট্রেডের ইনচার্জ জনাব মোঃ গিয়াস উদ্দিন কবির সাগর কে যথাযথ কারণ দর্শানোর তাগিদ দেয়ার পরেও তিনি চুপচাপ থেকেছেন। ওয়েল্ডিং ট্রেডের নিয়মিত প্রশিক্ষণার্থী দের এধরণের বাজে ফলাফল এর জন্য বর্তমান অধ্যক্ষ তাকে ওয়েল্ডিং ট্রেডের ইনচার্জ পদ থেকে সরিয়ে মোঃ ফজলুল হক সিনিয়র ইন্সট্রাক্টর কে ওয়েল্ডিং ট্রেডের ইনচার্জ পদে দায়িত্ব দিয়েছেন। এরপর থেকে লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে মোঃ গিয়াস উদ্দিন কবির সাগর বহিরাগত চাঁদাবাজ দের যোগসাজশে প্রতিষ্ঠানের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে একাধিক সূত্রে জানা যায়।

#####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর