নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সরকারি কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন।
ভুরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এম এ জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, সহ-সভাপতি আহসান হাবীব (ঝিনুক), সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য মোজাহার আলী।
ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিক্স সহ ১০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট ভুরুঙ্গামারী সরকারি কলেজ জেলা চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং ২০২৫-২০২৬ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভুরুঙ্গামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সুলতান মাহমুদ, এমি খাতুন ও অর্পিতা কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১৫-১২-২০২৫