রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: সোহেল রানা (৩০)। তিনি মোহাম্মদউল্লার পুত্র। তার বাড়ি ইছাপুর গ্রাম, ডাকঘর তুলাতলি, থানা লালমাই।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মো: সোহেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়ি তল্লাশি করে তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তীতে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা