মো: আমির হোসেন, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় ২১ বছর বয়সী সোলেমান মিয়া নিহত হয়েছেন।
তিনি ওই এলাকার মনা মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুর্ঘটনা ঘটনাস্থলেই ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই মুহূর্তে থানায় কোনো মামলা দায়ের হয়নি।”
এ বিষয়ে চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আব্দুস সামাদ মুন্সিকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার জোরালো করার আহ্বান জানিয়েছেন।