মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
কামরুল ইসলামের পক্ষে তাহিরপুরে বিএনপির গণসমর্থন প্রদর্শনী। শেরপুর সীমান্ত জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি: গারো পাহাড় উপজেলাগুলোতে জবুথবু হতদরিদ্র মানুষ । শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। রাজশাহী (১) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ। বেগম খালেদা জিয়া: আপোষহীন নেতৃত্বে গণতন্ত্রের সাহসী প্রতিচ্ছবি — সাবেক ছাত্র নেতা আরমান হোসেন ডলার। ভুরুঙ্গামারী থানা পুলিশের “ওপেন হাউজ ডে” শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান। শেরপুরে সড়ক উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন । তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় যুবক নিহত। শেরপুরে সিসিটিভির আওতায় যুক্ত হলো পৌর এলাকা: নিরাপত্তায় এলো নতুন মাত্রা।

কামরুল ইসলামের পক্ষে তাহিরপুরে বিএনপির গণসমর্থন প্রদর্শনী।

মো: আমির হোসাইন, স্টাফ রিপোর্টার: / ২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মো: আমির হোসাইন, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ–১ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুল ইসলাম কামরুলের পক্ষে তাহিরপুর উপজেলায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে কামরুল ইসলাম কামরুলকে বিএনপির মনোনয়ন প্রদানের জোরালো দাবি জানান।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে কামরুল ইসলাম কামরুল এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তাঁকে সুনামগঞ্জ–১ আসনের জন্য যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রমাণ করেছে।

নেতাকর্মীরা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে কামরুল ইসলাম কামরুল একজন সাহসী ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

এছাড়া সুনামগঞ্জ–১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর