” হালিম সভাপতি আল আমিন সম্পাদক”
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঝিনাইগাতী উপজেলার ফ্রেন্ডস ওয়ার্ল্ড ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে এবং মেহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সুজনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।
সভায় সুজনের ঝিনাইগাতী উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনকে শক্তিশালী,কার্যক্রম গতিশীল ও কার্যকর করার জন্য উপজেলা কমিটি পুনর্গঠন, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে মেহেদী হাসান হালিমকে সভাপতি ও অ্যাড. মো. আল আমিনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি ৩১সদস্যবিশিষ্ট সুজনের ঝিনাইগাতী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।