মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন করেছে ‘তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসা’।
২৭ ডিসেম্বর শনিবার পৌর শহরের আড়াইআনী গ্রামীণ টাউয়ার সংলগ্ন মাদ্রাসা কার্যালয়ে এই আয়োজন করা হয়।
এ উপলক্ষে হামদ, নাত, তেলওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
হিফজ ও নূরানী তালিমুল কুরআন বোর্ড শেরপুর এর জিম্মাদার মুফতি রফিকুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।
ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, মাদ্রাসাটির সভাপতি ফজলুল হক, পরিচালক হাফেজ কারী আনোয়ার হোসেন, নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জাহিদ হাসান, প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, শিক্ষক আজিজুর রহমান, মোঃ সোহেল, ফিরুজ আহমেদ, ইঞ্জিনিয়ার আবু দাউদ প্রমুখ।
পরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এসময় তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে কিছু সংখ্যক আসন খালি আছে। আগ্রহী শিক্ষার্থীদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।