পাঁচটি মাদক মামলায় পলাতক আসামি সোহেল রানা (৩০) কে গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের আজাহার আলীর পুত্র। রবিবার (২৮ ডিসেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেল রানা ২০১৯ সালে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা, ২০২০ সালে লালমনিরহাট থানায় অপর একটি মাদক মামলা, ২০২২ সালে রংপুর কোতোয়ালি থানায়, ২০২৩ সালে সিরাজগঞ্জ থানায় এবং ২০২৪ সালে গাইবান্ধার পলাশবাড়ী থানায় তিনটি মাদক মামলা সহ মোট ৫টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। পরোয়ানা মাথায় নিয়ে তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আসছিলেন।
ভুরুঙ্গামারী থানা পুলিশের এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও র্যাব- ১১ এর সহযোগিতায় শনিবার রাত ১০ টার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানায় নিয়ে আসা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, ভুরুঙ্গামারী থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে ৫ মাদক মামলার আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
#####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৮-১২-২০২৫