রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মনোহরগঞ্জে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক শেরপুরে অটোরিকশা চালক বাবার শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচতে চায়, তার হার্টে ছিদ্র-বাল্বেও সমস্যা  জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার । আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে শাহপরান থানা ওসির সাথে উন্মুক্ত আলোচনা সভা। সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাদি হত্যার প্রতিবাদে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল তাহিরপুরে আ,লীগের ডেভিলরা প্রকাশ্যে চলাচল ক্ষোভ বিএনপি নেতার ষ্ট্যাটাস সৎ মানবাধিকার সংবাদকর্মী বগুড়ার জেলার লতিফুর রহমান আর নেই, বিভিন্ন মানবাধিকার নেতাদের শোক। তাহিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু পরিবারের বোরো জমি দখল

পুঠিয়ায় প্রধান শিক্ষিকার পদত্যাগ ও ছাত্রদের হুমকির প্রতিবাদে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ

মাহফুজুর রহমান, রাজশাহীঃ / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪


রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবি সুলতানার পদত্যাগের দাবিতে ও উপজেলা র্নিবাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়ায় শিক্ষিকার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হুমকির প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুর বাজাওে ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় রোগী বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

জানা যায়, পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবি সুলতানার বিরুদ্ধে গত ২৯ আগষ্ট বিভিন্ন অনিয়ম, দূরর্নীতি ছাত্র-ছাত্রীদের মানসিক ভাবে হয়রানী, স্কুল ফান্ড হিসেবে গড়মিলসহ বিভিন্ন দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নিওয়ার কথা বলেন। এরই মধ্যে প্রধান শিক্ষিকার পক্ষ থেকে এলাকার বেশকিছু লোক আন্দোনকারী ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন। এর প্রেক্ষিতে রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুর বাজাওে ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় রোগী বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর ও সেনাবাহিনীর সদস্যরা। পরে শিক্ষার্থীদের কথা শুনেন ও দাবি মেনে নেওয়া এবং তদন্ত কওে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর