মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ররিবার ভোর রাতে তাড়াশ পৌর শহরের নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ্য ছিলেন।
মৃৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর তাড়াশ পৌর শহরের কেন্দ্রিয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমনিুর রহমান টুটুল, সাংগঠনিক সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।