বিশেষ প্রতিবেদকঃ অবশেষে দলীয় পদ হারালেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিপ্লব লাহারি।
তার বিরুদ্ধে চাঁদাবাজি ভূমিদস্যুতা বালু মহল দখল মাদক সেবন ও বিক্রি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়ায় এবং দলীয় পরিপন্থী কর্মকাণ্ড করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১১অক্টোবর ২০২৫ শনিবার বাকেরগঞ্জ পৌর বিএনপি’র প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আদেশ জারি করা হয়। বিপ্লব লাহারি ৫ ই আগস্টের পরে পৌরবাসীর কাছে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে, দলীয় সিদ্ধান্ত আইন কানুন কে তোয়াক্কা না করে-ই তিনি তার অপকর্মের রাম রাজত্ব চালাচ্ছেন। বিএনপি-র নাম বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
তার বহিষ্কারের খবরে বাকেরগঞ্জ পৌরসভার সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যতা ফিরে এসেছে। স্বস্তি ফিরেছে খোদ বিএনপির মাঝেই।
জামাল হোসেন বিপ্লব লাহারি দলীয় সকল কার্যক্রম ও পদ থেকে বহিষ্কার হওয়ায় বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান শোভন ধন্যবাদ জানিয়েছেন বরিশাল জেলা দক্ষিন বিএনপির আহবায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার সহ বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি।