রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ হলদিয়া রাউজান উত্তর জোন এর পরিচালনায় রাউজানের কেন্দ্র হযরত এয়াছিন শাহ্ (রহঃ) পাবলিক উচ্চ বিদ্যালয় দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরিক্ষা শহিদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা পরিক্ষায় কেন্দ্রে ২য় থেকে ৮ম শ্রেনীর ২৬টি প্রতিষ্ঠিনের প্রায় ৪১০ শিক্ষার্থী অংশ নেয়। দেশের প্রতিটি জেলায় অভিন্ন প্রশ্ন পত্রের আলোকে একই সময়ে এই পরীক্ষা ১৬৯ কেন্দ্র প্রায় ৫২ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণ করেন। পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য প্রাথী অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী, কেন্দ্রীয় বোর্ডের নিবাহী পরিচালক সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরী, সৈয়দ মুহাম্মদ খোবাইব। ইসলামী ফ্রন্ট রাউজান উত্তর সভাপতি সামশুল আলম নঈমী, আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম, মাওলানা আলী সিদ্দিকী, জাফর আলম নুরী, লুৎফুর রহমান, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক মাস্টার মুহাম্মদ ইসমাঈল, আলমগীর হোসাইন, আমান উল্লাহ আমান, ইলিয়াস রেজা, নেজাম উদ্দীন, ইয়াছিন মাহমুদ, মাসুমুর রশিদ কাদেরী মোশাররফ হোসেন, মুহাম্মদ আসিফ, মুহাম্মদ মহসিন, জামাল উদ্দীন কোম্পানি। বিশেষ করে পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থী, উপস্থিত অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান, বৃত্তি পরিচালনা কমিটি হলদিয়া রাউজান উত্তর জোন কেন্দ্র প্রধান খ.ব.ম. হাসান, পরিচালক মাসুদ পারভেজ, উপ পরিচালক সার্বিক আহমদ রেজা, উপ পরিচালক নিয়ন্ত্রণ আমানুল হোসেন সাকিব। অর্থ সচিব জিল্লুর রহমান মাসুদ, সাইফুল ইসলাম, ওসমান গনি, রমজান, রায়হান, সায়মন, ইব্রাহিম, মাহিন, তানজিদ, আলিফ প্রমুখ।