বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন সার দোকান মনিটরিং কার্যক্রম। ভেনেজুয়েলায় কর্তৃত্ববাদী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ গণমুক্তি পার্টির গণ-সমাবেশ ও বিক্ষোভ। ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত। শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা। ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার। সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত ফটিকছড়িতে বড় সাজ্জাদের সাথে বিরোধের জেরে শিবির নেতা জামাল হত্যা: আসামি গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধার “স্মরণকালের জনসভা, দুই দশকের অপেক্ষা শেষ: তারেক রহমান ফিরছেন মৌলভীবাজারে” বগুড়ায় চাচার সম্পত্তি দখলে নিতে হত্যা করে দুই ভাতিজা। বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!!

গরিবের বন্ধু — মোঃ সামছুল হক* রিপোর্টার জেলা পতিনিধি : মো: রুমন আলী

রিপোর্টারের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

গরিবের বন্ধু — মোঃ সামছুল হক*

 

রিপোর্টার

জেলা পতিনিধি : মো: রুমন আলী

 

এই কঠিন শীতে যখন অনেকে ঠান্ডায় কাঁপছে, তখন একজন মানুষ নিরবে-নিভৃতে এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে।

তিনি *মোঃ সামছুল হক* — যিনি শুধু একজন ব্যক্তি নন, গরিব মানুষের আশার আলো।

 

✅ শীতে কম্বল বিতরণ

✅ দরিদ্রদের খাবার, জামা-কাপড় দিয়ে সহায়তা

✅ অসুস্থদের চিকিৎসা সহায়তা

✅ সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকা সবসময়

 

তিনি বিশ্বাস করেন—

*”মানুষ মানুষের জন্য”*

এবং সেই বিশ্বাস থেকেই কাজ করে যাচ্ছেন, কারো ক্যামেরার জন্য নয়, বরং মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য।

 

আসুন, আমরা সবাই তার মত হয়ে পাশে দাঁড়াই দরিদ্র মানুষের।

*সামছুল হকের মত মানুষের সংখ্যা বাড়ুক — সমাজ বদলাবে।*

 

ছোট একটি উদ্যোগ, বড় একটি ভালোবাসা*

মোঃ সামছুল হক — যিনি বিশ্বাস করেন,

*”যে যতটুকু পারে, ততটুকুই করুক মানুষের জন্য”*

ধরমপুর ইউনিয়নের ও আশে পাশে প্রত্যন্ত এলাকায় তিনি শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন কম্বল বিতরণ করে, যেন এই শীতে কেউ কাঁপে না — অন্তত তার আশেপাশে।

 

গরিবের মুখে হাসি ফোটানোই তার শান্তি*

তিনি কাউকে ছোট করেন না, কাউকে দেখিয়ে কিছু করেন না —

কিন্তু গোপনে ভালোবাসার হাত বাড়িয়ে দেন অসহায় মানুষের দিকে।

*মোঃ সামছুল হক* — এক অনন্য দৃষ্টান্ত সমাজসেবার।

 

আপনি যেটা অন্যের জন্য করবেন, একদিন সেটা আপনার কাছেই ফিরে আসবে।”*

এই নীতিতে বিশ্বাস রেখে তিনি কাজ করে চলেছেন।

চোখে নেই বিলাসিতা, হৃদয়ে আছে মানুষের প্রতি ভালোবাসা।

 

কিছু মানুষ আসলেই আলাদা হয়*

তাদের পরিচয় হয় কাজ দিয়ে, ক্ষমতা দিয়ে নয়।

*সামছুল হক* তেমনি একজন যিনি নিজের সাধ্য অনুযায়ী গরিবের পাশে দাঁড়িয়ে যান, কখনো কম্বল নিয়ে, কখনো খাবার, কখনো শুধু ভালোবাসা নিয়ে।

 

সমাজে এমন মানুষ বেশি হলে, পৃথিবীটা আরও সুন্দর হতো।*

চলুন, আমরাও অনুপ্রাণিত হই মোঃ সামছুল হকের মত মানুষদের দেখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর