সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
লালমাইয়ে যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ শেরপুরের ঝিনাইগাতীতে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত -৩ স্বদেশ প্রত্যাবর্তন, রাজনীতি ও গণতান্ত্রিক পুনর্বিন্যাস — সাবেক ছাত্র নেতা আরমান হোসেন ডলার প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ মনোহরগঞ্জে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক শেরপুরে অটোরিকশা চালক বাবার শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচতে চায়, তার হার্টে ছিদ্র-বাল্বেও সমস্যা  জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার । আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে শাহপরান থানা ওসির সাথে উন্মুক্ত আলোচনা সভা।

চৌহালীতে তাজ উদ্দিনের গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক: / ৩৯৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪




আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীদের কাছে ভোটারদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভোট নিয়ে সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে যমুনা বিধ্বস্ত চৌহালী উপজেলায়।

উপজেলার প্রতিটি গ্রাম থেকে গ্রাম, বাজার কিংবা মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও সমর্থন চাইছেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা। তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে চৌহালী উপজেলা পরিষদ নির্বাচন।

চৌহালী উপজেলাপরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন ( দোয়াত-কলম), সাধারন সম্পাদক ফারুক সরকার (ঘোড়া) ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহফুজা খাতুন (আনারস)।

নির্বাচনে এরইমধ্যে সকল শ্রেণি-পেশার মানুষ ও ভোটারদের মন জয় করতে নির্বাচনি প্রচারণা ও নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করতে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।

তবে চরাঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন, নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দৃষ্টি নন্দন উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মান সহ শিক্ষা, চিকিৎসায় এগিয়ে যাবার প্রত্যায়ে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে প্রচারণায় এগিয়ে আছেন দোয়াত-কলম প্রতীকের প্রার্থী তাজ উদ্দিন।

ইতোমধ্যে তাজ উদ্দিনের পক্ষে চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচনী পথসভা চলছে। ভোটারদের কাছে ভোট প্রার্থনায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন পেশাজীবি সামাজিক নেতৃবৃন্দ ও মহিলারাও ভোটের মাঠে জোড় প্রচারনা করছেন।

তাজ উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন রাজনীতিতে জড়িয়ে আছি। নির্বাচনি প্রচারণার শুরু থেকে একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হলো, মানুষ পরিবর্তন চায়। তাই চৌহালীর উন্নয়ন ও অগ্রগতির জন্য আমার ওপর ভরসা করছে।

তিনি আরও বলেন, চৌহালী উপজেলাকে নতুন করে সাজাতে আমি তৃণমূল থেকে কাজ করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছি। হাজারও মানুষের ভালোবাসা আমাকে পথ চলতে সাহায্য করছে। মাঠে আছি, জনগণকে পাশে পাচ্ছি বলে ভালো কিছুর প্রত্যাশাও রাখছি।

এদিকে চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোল্লা বাবুল আক্তার (মাইক), কাহ্হার সিদ্দিকী (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার (হাঁস) ও জহুরা পারভীন জোসনা (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চৌহালী উপজেলার মোট ভোটার ১লাখ ১৭হাজকর ৩৯৯, মোট ৪৯ টি কেন্দ্রে আগামী ২৯ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর