সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
লালমাইয়ে যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ শেরপুরের ঝিনাইগাতীতে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত -৩ স্বদেশ প্রত্যাবর্তন, রাজনীতি ও গণতান্ত্রিক পুনর্বিন্যাস — সাবেক ছাত্র নেতা আরমান হোসেন ডলার প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ মনোহরগঞ্জে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক শেরপুরে অটোরিকশা চালক বাবার শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচতে চায়, তার হার্টে ছিদ্র-বাল্বেও সমস্যা  জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার । আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে শাহপরান থানা ওসির সাথে উন্মুক্ত আলোচনা সভা।

সিরাজগঞ্জের জানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক: / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪

সিরাজগঞ্জ পৌরসভার জানপুর পশ্চিমপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ০৬ জুন ২০২৪ইং তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার জানপুর পশ্চিমপাড়ায় মৃত হেকমত আলী পুত্র এর মো: রাজু আহম্মেদ (৩৫) এর সাথে মো: দুলাল সেখ এর পুত্র মো: তুহিন এর সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুলাল সেখ এর পুত্র মো: তুহিন (২৮), মো: তারেক (৩১), মো: তামিম (২২), মো: হাফিজুল এর পুত্র মো: জিহাদ, মৃত ধুল্লাহ সেখ এর পুত্র মো: হাফিজুল (৪৫), মো: তারেক এর স্ত্রী ফাহিতা বেগম (২৪), তুহিন এর স্ত্রী মোছা: সাগরিকা সহ অজ্ঞাত ভাড়াটিয়া মাস্তান বাহিনী রাজু আহম্মেদ এর বসতবাড়িতে হামালা চালায়। হামলায় মৃত হেকমত আলী পুত্র মো: খোকন (৫৮), রাজু আহম্মেদ এর স্ত্রী জাহেদা খাতুন (২৫), রাজু আহম্মেদ (৩৫) ও হেকমত আলী মেয়ে ইসমত আরা গুরুতর আহত হয়। হামলায় রাজু আহম্মেদ এর স্ত্রী জাহেদা খাতুন (২৫)কে শ্লীলতাহানি ও গলায় থাকায় ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উদ্ধার করতে প্রতিবেশি মৃত বক্কার এর মেয়ে প্রতিবন্ধী সুমি, মো: শাহাদত, আসলাম, ইসমত আরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে। মারপিট করার পর ঘরবাড়িতে ভাংচুর চালায়। ভাংচুরের সময় ঘরে ভিতরে প্রবেশ করে ওয়েরড্রপ থেকে স্বর্ণের চেইন লুটপাট করে নিয়ে যায়। মারপিট ও ভাংচুরের পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে মৃত হেকমত আলী পুত্র মো: রাজু আহম্মেদ সিরাজগঞ্জ সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর