দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা মামলা মোকদ্দমা ও হামলার শিকার হওয়া ঝিমিয়ে পড়া তৃনমুল পর্যায়ের বিএনপির নেতা কর্মীদের সংগঠিত করতে জড়েসড়ে মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা বিএনপি।তারই ধারাবাহিকতায় রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে গোদারবাগ বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম রেজা। তিনি বলেন , “বিএনপি জনগনের দল, জনগনের ভালোবাসায় আজকের বিএনপি সারা বাংলাদেশে একটি জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ দল শহীদ জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন মানুষের কল্যানের জন্য, মানুষের সাথে মাস্তানি করার জন্য দল সৃষ্টি করেনি। সুতরাং মানুষের সেবক হতে পারলে দল করেন। দলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাঁই হবে না। তবে আমরা চাই বিগতদিনে আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি সেটা থেকে দূরে থাকবে।”খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও খাসরাজবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডাঃ ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি- সহকারী অধ্যাপক ওয়াহীদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবুল, ডক্টরস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আতিকুল ইসলাম আতিক, খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ময়না, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় হাসান জীবন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, পৌরসভার বিএনপির সদস্যসচিব তুষার তালুকদার, পৌরসভার যুবদলের সদস্য সচিব হাসান আলী, ছাত্রদলের আহ্বায়ক সাগর আলী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান রতন প্রমুখ।