সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে। জনসাধারন চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় চেয়ারম্যান অপসারন পুর্বক জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের উপর দায়িত্ব অর্পনের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে ইউনিয়নের পরিষদের সদস্যসহ স্থানীয় জনগন লিখিত দাবী জানিয়েছেন।
লিখিত দাবীতে ইউপি সদস্যসহ জনগন উল্লেখ করেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্বগ্রহন করেছেন। এরপর থেকে ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রায়ই অনুপস্থিত থাকছেন এবং মাত্র স্বল্প সময়ের জন্য গোপনে পরিষদে এসে শুধু উপস্থিত স্বাক্ষর দিয়ে চলে যান। গত ১ তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত তিনি সম্পূর্ণ অনুপস্থিত রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগন তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় জনগনের সেবা নিশ্চিত ও অন্তবর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকান্ড চলমান রাখতে ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সীকে অপসারন এবং একজনকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অর্পনের মাধ্যমে জনভোগান্তি লাঘবসহ জনসেবা নিশ্চিত করার দাবী জানান।
ইউনিয়ন পরিষদের বাসিন্দা লুৎফর রহমান, নুরুল হুদা, রফিকুল ইসলাম বাবু, ইসহাক আলী লোকমানসহ অনেকে জানান, চেয়ারম্যান ইউনিয়ন আসেন না। তিনি গ্রেফতার আতঙ্কে পলাতক রয়েছে। এতে সাধারন জনগন বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন জানান, ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী পরিষদে অনুপস্থিত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই জনসেবা নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।