শিল্পযোদ্ধা কর্মবীর ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী সিরাজগঞ্জের এনায়েতপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার সকালে খাঁজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন, শোক র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় ট্রাষ্টিবোর্ড সোসাইটির পরিচালক মোহাম্মদ ইউসুফ,খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ রুবাইয়াৎ ফারজানা হোসেন, অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রফেসর ডাঃ জুলফিকার আলী, সহযোগি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।
প্রয়াত ডাঃ আমজাদ হোসেন বিটিএমএ এর সাবেক চেয়ারম্যান, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা ছিলেন।
ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন ২০১২ সালের ১১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।