মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

আরাফাত আবির / ৬১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, চাকুরিজীবী, বিবাহিতদের পদায়ন করে ত্যাগীদেরকে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন তারা।

 

এসময় তারা অতিদ্রুত বিতর্কিত কমিটি বিলুপ্তি করে বিগত দিনে জুলুম-নির্যাতনের স্বীকার সকলকে নিয়ে সার্বজনীন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক কমিটি গঠন করার দাবি জানান। সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্রদলের শতাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সদ্য সাবেক কমিটির ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃবৃন্দকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতামূলকভাবে, নিষ্ক্রিয় ও অযোগ্য এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে বিপ্লবোত্তর সময়ে ছাত্রদলে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে। এছাড়াও ২০১৩-২০১৪ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সকল নেতাকর্মীকে তথাকথিত আহ্বায়ক কমিটিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থান দেয়া হয়নি। চাকরিজীবী, বিবাহিত এবং বিতর্কিত ব্যক্তিদের পদায়ন করে ত্যাগীদেরকে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্র সংগঠনের বিপক্ষে অবস্থান নিয়ে হামলার পরিকল্পনাকারী ও পরিচালনাকারী এম তানভীর রহমানকে এই তথাকথিত কমিটিতে আহ্বায়ক সদস্য করে জুলাই বিপ্লবের আহত ও নিহত ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে চরমভাবে বেইমানি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ তথা ৫ম ব্যাচ থেকে সদস্য সচিব করা সত্ত্বেও একি ব্যাচের সাবেক কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী এবং ২নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সবুজকে কোনও কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে এই কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

 

সাইফুল ইসলাম সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় ২০১০-২০১১ সেশনের নাহিদ চৌধুরী সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি হওয়া সত্ত্বেও তাকে কমিটিতে জুনিয়রদের নিচে রাখা হয়েছে। যা খুবই লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচে) সাইফুল ইসলাম নিবিড় গত কমিটিতে ব্যাচের মধ্যে ২নং যুগ্ম সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাতিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুস শুকুর আইমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মিনহাজুল আলম প্রমুখ।

 

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর