বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। শেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় শেরপুরের ঝিনাইগাতীতে  আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জ-১ আসনে ভোটের অঙ্ক বদলাচ্ছে, বিএনপি–জামায়াত–চরমোনাইয়ের ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত। লাকসাম রেলওয়ে জংশন লেক পাড়ের এসএস রেলিং চুরি, বিনোদন কেন্দ্রের সৌন্দর্য হুমকির মুখে মিরপুরে অনিয়মের ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, প্রকাশ্য মাদকসেবীর দাপটে অস্থির গণমাধ্যম কামরুল ইসলামের পক্ষে তাহিরপুরে বিএনপির গণসমর্থন প্রদর্শনী। শেরপুর সীমান্ত জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি: গারো পাহাড় উপজেলাগুলোতে জবুথবু হতদরিদ্র মানুষ । শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। রাজশাহী (১) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ।

শেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: / ৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মাহবুবা হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ সময় নবাগত ইউএনও মিজ্ মাহবুবা হক উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হক ৩৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে দেশের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর