সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

তাড়াশে মুল খতিয়ানে জমি না থাকলেও ভূমি উন্নয়ন কর নিয়েছেন ভূমি উপ-সহকারী

রিপোর্টারের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ফিরোজ আল আমিন

স্টাফ রিপোর্টার

 

সিরাজগঞ্জের তাড়াশে মুল খতিয়ানে জমি না থাকলেও ভূমি উন্নয়ন কর নিয়েছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা)। এ বিষয়ে ভূমি উন্নয়ন কর প্রদানকারীর হোল্ডিং নং বাতিলের জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দিয়েছেন মূল মালিক ভাদাশ গ্রামের মোঃ আবুল হোসেন ফকির। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলাধীন ভাদাশ ১৪০ মৌজার আরএস ৫২৩ নম্বর খতিয়ানের সম্পত্তি নালিশি সম্পত্তি ১ম বিজ্ঞ মুনসেফী আদালত,সিরাজগঞ্জের  ৩৪৬/৮৪ নম্বর মামলায় ইমান আলী ফকির বিগত ২৪-৮-১৯৮৫ সালে রায় পায়। এবং ৩১/০৮-১৯৮৫ সালে ডিক্রিপ্রাপ্ত হয়ে বিবিধ কেস নং ১৬/৮৭ এর ৪/১২/১৯৮৯ সালে এসএ রেকর্ড সংশোধনের আদেশপ্রাপ্ত হন। তার নিকট থেকে ৭/১০/১৯৯৪ তারিখে ২০২০ নম্বর দলিলমূলে মহরম আলী এই সম্পত্তির মালিক হন। মহরম আলীর নিকট থেকে ১৭/১০/১৯৯৪ তারিখে ৫৭১৯ নম্বর দলিলমূলে মোঃ আবুল হোসেন ফকির ক্রয়সূত্রে মালিক হন। আরএস রেবর্ড আব্দুর রশিদের নামে প্রকাশিত হওয়ায় আবুল হোসেন ফকির  বিজ্ঞ তাড়াশ থানা সহকারী জজ আদালতে ২৭/২০১৬ নম্বর মোকদ্দমা দায়ের করে। উক্ত আদালত ডিক্রিমূলে ৯০৫/আইএক্স-আ্ই/২০১৫-১৬ নম্বর নামজারী মূলে   ৮৪৬ নং হিসাব খুলে ২৪-১১-২০১৫ তারিখে ২০২৪-২৫ সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ভূমি দখল করে আসছেন।   এই সম্পত্তি কোন অংশ মুল খতিয়ানে না থাকলেও আব্দুর রশিদের নামে ৬/৬/২০২৪ তারিখে বাংলা ১৩৮৪ হতে ১৪৩০ সাল পর্যন্ত  ৮৮৮৯২৪০২৩৬১৯ নং ক্রমিকের দাখিলায় ভূমি উন্নয়ন কর নিয়েছেন মাধাইনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম। যার ফলশ্রæতিতে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ বিদ্যমান হওয়ার সম্ভাবনা আছে। কাজেই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ আবুল হোসেন ফকির।

এই বিষয়ে মোঃ আবুল হোসেন ফকির বলেন, আমার সমস্ত কাগজপত্রাদি সঠিক থাকা সত্বেও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে আব্দুর রশিদের নামে ৬/৬২০২৪ তারিখে বাংলা ১৩৮৪ হতে ১৪৩০ সাল পর্যন্ত  ৮৮৮৯২৪০২৩৬১৯ নং ক্রমিকের দাখিলায় ভূমি উন্নয়ন কর নিয়েছেন।
এ ব্যাপারে মাধাইনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম বলেন, কাগজপত্রাদি যাচাই  করে  আব্দুর রশিদের কর
উন্নয়ন চেকের প্রাপ্ত হোল্ডিং  বাতিল করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর