২০শে জুন ২০২৫ খ্রীস্টাব্দ শুক্রবার
বিএনপি একটি সাম্প্রদায়িক দল নয়। বিএনপি কখনও সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপিকে সাম্প্রদায়িক রূপে উপস্থাপন করার চেষ্টা চলছে। তবে অতীতেও তা সফল হয়নি, ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গৌরাঙ্গদেব শ্রীপাট খেতুর ধামে পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
তিনি বলেন, “বাংলাদেশে জাতিগত বিভাজন নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে। তারা এ দেশের নাগরিক, এ দেশের মালিক। মুসলমানরা কখনও মনে করে না যে, কেবল তারাই এই দেশের মালিক।
তিনি আরও বলেন, “পতিত সরকার মসজিদ, মন্দিরসহ দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল। সেই কারণেই শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তখন অনেক ইমামও পালিয়ে গিয়েছিলেন। ধর্মীয় প্রতিষ্ঠান হবে সবার জন্য, এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না। ধর্মীয় প্রতিষ্ঠানকে বিএনপির প্রতিষ্ঠানে রূপ দিতে চাই না।
অনুষ্ঠানে শ্রী শ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড পরিচালনা কমিটির সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশীষ রায়, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন এবং মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।