বাকেরগঞ্জ প্রতিনিধি
অদ্য ০৭ অক্টোবর ২০২৪ ইং তারিখ ক্লাইমেট ফাইটারস্ অফ বাকেরগঞ্জ এর উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগীতায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জলবায়ু পরিবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এ্যাডভোকেসি সভার আয়োজন করেন। শান্তা ইসলাম এর সঞ্চালনায় এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট ফাইটারস্ অফ বাকেরগঞ্জ এর টীম লিডার মনিষা সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব, বদরুল আলম, সাকিল আহমেদ, প্রোগ্রাম অফিসার, সেইন্ট বাংলাদেশ, নিয়ামতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধাণ শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ, আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক বাদশা আলমগীর খান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাবসায়ী প্রতিনিধি, ও স্থানীয় যুব সংগঠনের স্বেচ্চছাসেবী বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনিষা সাহা। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন করেন মোঃ হাসান শাহরিয়ার রিজভী। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন সফিক ডাকুয়া,
যুবদের কর্মকান্ড নিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব বদরুল আলম ক্যাম্পেইন টির প্রশংসা করেন এবং যুবদের এসকল উদ্যোগে সকল প্রকার সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন পাশাপাশি যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। সেইন্ট বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সাকিল আহম্মেদ যুবদের উদ্যোক এবং কাজের প্রতি আগ্রহ দেখে আগামীতেও সহযোগীতা করার আশ্বাস দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সকল কে বর্জ্য ব্যবস্থাপনায় আরো সচেতন হবার আহবান জানান। সেই সাথে এই ক্যাম্পেইন পরিচালনা করার জন্য ক্লাইমেট ফাইটারস দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামাজিক সকল কাজে সহযোগীতা করার কথা জানান।