মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক যৌথবাহিনীর ওপর হামলা, দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সন্ত্রাসীদের হামলায় এ্যাড. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তাড়াশ উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সংগ্রামী মুসলিম জনতা। মিছিলে ইসকন বিরোধী শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। এ সময় তারা উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধেরও দাবী জানান ।
রবিবার সকালে তাড়াশ পৌর বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের তাড়াশ উপজেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী মহিবুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইমদাদ হোসেন, সংখ্যালঘু সম্পাদক মাও. তোফাজ্জল হোসেন, সংগঠনের কৃষি ও শ্রম সম্পাদক মাও. শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের মাও. মাহবুবুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তারের মাধ্যমে সঠিক বিচার করতে হবে। বাংলাদেশ থেকে ইসকনকে দ্রæত নিষিদ্ধ ষোঘণা করা হোক। অন্যথায় ঢাকা মূখী লং মার্চের ডাক দেওয়া হবে।