স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ মাছ বাজারের পশ্চিম পাসে বাজারের জায়গা দখল করে ঘর নির্মাণ করছে আব্দুল খোকন। এ বিষয়ে এলাকা বাসি বাধা প্রদান করলে খোকন তাদের অশ্লীল গালিগালাস করে ভয় ভৃতি দেখায়। এলাকা বাসি জানান তাড়াশ উপজেলা সার্ভেয়ার ঘটনাস্থলে আসেন এবং খোকনকে বাধা প্রদান করেন খোকন সেই বাধা উপেক্ষা করে সার্ভেয়ার চলে আসার পর আবার ঘর নির্মাণের কাজ শুরু করে।