মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে “চেতনা টাইমস তাড়াশ উপজেলা” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাড়াশ পৌর বিএনপি’র আহবায়ক তপন কুমার গোস্বামীর বিরুদ্ধে “আওয়ামীলীগের নেতা কর্মীদের মামলা থেকে রক্ষা করার বিনিময়ে নগদ টাকা গ্রহনের বিষয়টি ভাইরাল হয়। বিষয়টি মিথ্যা, বানোয়াট ও বিত্তিহীন হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী তপন কুমার গোস্বামী।
তিনি জানিয়েছেন, “চেতনা টাইমস তাড়াশ উপজেলা” ফেসবুক আইডি টি একটি ফেক আইডি। আমি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সাথে জড়িত থেকে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে সুনামের সাথে রাজনীতি করে আসছি। আমার রাজনৈতিক জীবনে আমাকে অনেক জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। দীর্ঘ ১৬ বছর আ’লীগ শাসনামলে অনেক নির্যাতিত হয়েছি। এখন বিএনপির সুদিন আসছে। তাই একশ্রেণীর মিথ্যুক, ষড়যন্ত্রকারী,স্বার্থন্বেষী ব্যক্তিরা আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন ও আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ফেসবুকে ফেক আইডি খুলে এ ধরণের মিথ্যা তথ্য ভাইরাল করছে। তাড়াশ সদরে মৃত হবিবর রহমানের ছেলে আলম তালুকদার আমার ছোট ভাইয়ের মতো। তার সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।
“চেতনা টাইমস তাড়াশ উপজেলা” ফেসবুক আইডির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।
এ ব্যাপারে তাড়াশ সদরের বাসিন্দা মৃত হবিবর রহমানের ছেলে আলম তালুকদার বলেন, “চেতনা টাইমস তাড়াশ উপজেলা” ফেসবুক আইডির সাথে আমার কোন সম্পর্ক্য কিংবা কার আইডি আমার জানা নেই। তপন দাদার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তার সাথে মামলা কিংবা টাকার বিষয়ে কোন কথা কখনোই হয়নি। তারপরও আমাকে বিতর্কিত করার জন্য ওই ফেক আইডিতে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ভাইরাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমিও ওই আইডি’র বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করবো।