বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জঃ বর্তমানে বিপ্লবী আহবায়ক সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল মোঃআব্দুল্লাহ আল কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্ষে অনেক স্মৃতিচারণ উপলব্ধি করে মোঃ রাজিব আহম্মেদ মাসুম বলেন,
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক আপনার,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকুন হাজার বছর ধরে।
আল্লাহর আশীর্বাদে আপনার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে.
আর আপনার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রাখবেন না আর মনে নব উদ্দমে কাজ করুন নতুন এই দিনে।
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাবেন… মন দিন বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক আপনার জীবন জুড়ে
আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি আপনার পথ চলায়,
শুভ জন্মদিন
প্রিয় বড় ভাই সিরাজগঞ্জ ছাত্র রাজনীতির আইডল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বর্তমানে বিপ্লবী আহবায়ক সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল মোঃআব্দুল্লাহ আল কায়েস ভাইয়ের শুভ জন্মদিন,শুভ হক আপনার প্রতিটা দিন ও রাজনৈতিক পথচলা।
মহান আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করুন।
অতীতের ন্যায় ভবিষ্যতে ও পাশে রইব ইনশাআল্লাহ।
ভালো থাকবেন সর্বদাই দোয়া করি।