মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বের সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা মৎস্য অফিসার মোঃ মশগুল আজাদ, শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান,কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এস.এম আব্দুর রাজ্জাক,মোঃ করিম বকস,আব্দুর রহমান মিঞা প্রমুখ