মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তৌহিদী মুসলিম জনতা ঢাকার টঙ্গীর ময়দানে সা’দ পন্থী সন্ত্রাসীরা ঘুমন্ত মুসল্লিদের উপর অতর্কিত হামলা ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন।শুক্রবার বাদ জুম্মা তাড়াশ মার্কাস মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সমাবেত হয়। এ সময় তাবলীগ জামাতের সূরা সাথী মোহাম্মদ আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রহিম ফকির, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার এস এম জাহাঙ্গীর আলম তামিম প্রমুখ। বক্তব্য শেষে নিহতদের রূহের মাগফেরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন
মাওলানা লুৎফর রহমান সাহেব।