মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

চ্যাম্পিয়ন্স ট্রফি: ভুল থেকে শিখতে চান শান্ত

অনলাইন ডেস্কঃ / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্নের কথা শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এমনকি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে বলেছিলেন যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের। তবে কথার ফুলঝুড়ি ছোটালেও মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ টাইগাররা।

 

ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয় বাংলাদেশের। আসরে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল নাজমুল হোসেন শান্তদের।

 

বাংলাদেশের মতো বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানেরও। দুই দলের কার্যত নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে কোনো জয় না পাওয়া শান্তদের প্রাপ্তি এক পয়েন্ট।

 

রাওয়ালপিন্ডিতে বেরসিক বৃষ্টির কারণে ম্যাচটি না হওয়ায় হতাশা প্রকাশ করে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’

 

হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছেন শান্ত। টাইগার কাপ্তান বলছিলেন, ‘আমরা যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব।’

 

ব্যাটারদের ব্যর্থতার মাঝেও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন টাইগার পেসাররা। বিশেষ করে তরুণতুর্কি নাহিদ রানা এক ম্যাচ খেলেই অনেকের নজর কেড়েছেন। দলের পেস ইউনিট নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক জানান, সাম্প্রতিক বছরগুলোতে দেশের পেস বোলিং বিভাগ উন্নতি করেছে। তিনি বলেন, ‘আমরা সবসময়ই ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি, তবে এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে। তাসকিন, রানা ভালো করছে, মুস্তাফিজ তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি তারা দলের জন্য সেরাটা দেবে।’

 

ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমাকে নেটে আরও ভালো অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, দলের সবাই বুঝতে পারবে যে আমাদের কী করা প্রয়োজন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর