নিজস্ব প্রতিবেদক:-গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আনোয়ারের ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা নবগঠিত কমিটি।
সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে, সানমুন নার্সিংহোম, জান-এ-সেবা হাউজিং, অফ দ্য গেট, বগুড়া।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সংগ্রামী সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
তিনি বলেন—“আজ বাংলাদেশে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সত্য প্রকাশ করাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং সাংবাদিক আনোয়ারের ওপর প্রকাশ্যে যে মধ্যযুগীয় হামলা হয়েছে, তা গণতন্ত্র, মানবাধিকার ও সাংবাদিকতার প্রতি এক চরম অবমাননা।
আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
সিনিয়র সহ-সভাপতি: মোঃ আবু রায়হান,সহ-সভাপতি: মোঃ আইয়ুব আলী তালুকদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: এএসএম রায়হান,যুগ্ম সম্পাদক: আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক: মোঃ সাব্বির হোসেন সাবদুল,সহ-সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন,সহ-দপ্তর সম্পাদক: মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক: মোঃ ইমরান তালুকদার,সহ-প্রচার সম্পাদক: মোঃ কাউসার হোসেন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুর রশিদ,শ্রম বিষয়ক সম্পাদক: আব্দুস সোবাহান পুটু,সহ-শ্রম বিষয়ক সম্পাদক: মোঃ আল-আমিন হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকা: হাফসা খাতুন,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা: সানিয়া রহমান,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক: মোঃ ফজলুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ রায়হান ফাইদুল,শিক্ষা বিষয়ক সম্পাদক: প্রভাষক জহুরুল ইসলাম,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: নূর মোহাম্মদ মাস্টার।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ আব্দুল হান্নান, মোঃ শাজাহান আলী, মোঃ শাহাদাত হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।