তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির আয়োজনে ১৮ আগস্ট সোমবার বিকেলে জিকেএস স্কুল মাঠে, গত ৩৬ জুলাই ৫ আগস্ট ২০২৪ ছাএ জনতার গণ আন্দোলনে আহত-নিহত যোদ্ধাদের স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা নির্বাচন প্রস্তুত কমিটির প্রধান খন্দকার সেলিম জাহাঙ্গীর।
প্রধান বক্তৃা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন প্রস্তুত কমিটির সদস্য জয়নাল আবেদীন মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন প্রস্তুত কমিটির সদস্য তপন কুমার গোস্বামী, উপজেলা নির্বাচন প্রস্তুত কমিটির সদস্য মো: আবুল হোসেন, পৌর বিএনপির নেতা মোঃ সাইফুল খন্দকার, ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, বিএনপি নেতা প্রভাষক মোঃ আব্দুল কাদের, উপজেলা নির্বাচন প্রস্তুত কমিটির সদস্য মোঃ ফরহাদ আলী মাস্টার, জুলাই যোদ্ধা মোঃ শাহিন বাবু, জুলাই যোদ্ধা মোঃ সাব্বির খন্দকার, সহ উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত স্মরন সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাসান ইকবাল শহীদ। আহত-নিহত জুলাই যোদ্ধাদের স্মরনে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।